ভালোবাসার ২৯ বছর কেমন করে গেলো,
মন বলে মনা তুমি হিসেব করে চলো।
একই ছাদে নতুন দিন ত্রিশে হলো শুরু,
কিসের জন্য পাগল মন করছো দুরুদুরু?


২৯ বছর পার করতে কতো বাদাম খেলে,
তিন দশক একাধারে বাদাম খেয়ে গেলে।
নিজ থেকে পাগল মন এমন কথা বলে,
মনে রেখে প্রতিটা দিন হিসেব করে চলে।


রমনা থেকে শুরু হলো তিন দশক আগে,
এতো বাদাম খেয়ে বলে আরো সাধ জাগে।
মন ভরে বাদাম খাবে যতো সুযোগ পাবে,
মনের কাছে মন বলে কতো বাদাম খাবে?


আজ দেখি কালুর ঘাটে কাল হাতিরঝিল,
তার কাছে লোকে বলে কেনো এতো মিল?
ঘুরেফিরে সারাদেশ হলো তেনা তেনা,
দশক দশক চলে গেলো নেই ধারদেনা।


মনা তুমি বলো মোরে কি যাদু করিলা,
যাদুটোনায় অন্য জনার সখ্যতা গড়িলা।
মাঝে মাঝে মনা দেখি বান্দরবানের চূড়ায়,
চূড়া থেকে নিচে নেমে কতো জল গড়ায়?


জল পড়ে পাতা নড়ে তবু আধা থাকে,
শেষে দেখি যাদুটোনা একসাথে রাখে।
ঘুরে ঘুরে বাদাম বুট যতো পারিস খা,
ভালোবেসে বিশে নয় ত্রিশে এখন পা।