তুমি আমার ময়না


মেঠো পথে তোমায় দেখি কলসি নিয়ে কাঁখে,
নদীর জলে ভরো কলসি ডোবাও নদীর বাঁকে।
ভরা কলসি কাঁখে নিয়ে
বাড়ির দিকে হাঁটা দিয়ে
এদিক ওদিক চেয়ে চেয়ে খোঁজো তুমি কাকে?


চোখের দেখা হবে বলেই পথের ধারে থাকি,
সাঁঝ-সন্ধ্যায় তোমায় আমি মনের মধ্যে রাখি।
আছো তুমি মনের কোণে
দাঁড়িয়ে থাকি সময় গুনে
এই তো বুঝি সময় হলো একটুখানি বাকি।


কলসি কাঁখে আমি যখন তোমার দেখা পাই,
লজ্জা শরম ভুলে গিয়ে হারিয়ে আমি যাই।
প্রেমের মালা গলে পরে
তোমার হাত ধরে ধরে
জানোই তুমি কোন সাগরে হাবুডুবু খাই।


আশা ভরা অন্তর আমার করে ঝালাপালা,
দিনের শেষে তোমায় দেখে মিটে মনে জ্বালা।
যেদিন তোমায় না দেখে যাই
মনের শান্তি কোন বনে পাই
পড়ে থাকে তোমার জন্য  ভরা প্রেমের ঢালা।


সখি তুমি আমায় বলো আসবে কবে ঘরে?
আঁচল তোমার ধরে রাখবো সারা জনম ধরে।
দূরে আর থাকবে নাতো
ভালোবাসবো নিয়মিত
সেদিন যাবৎ পাবে তুমি যেদিন যাবো মরে।


সুখে দুঃখে থাকবো মোরা আর তো দেরি সয়না,
নিজ হাতে পরিয়ে দেবো গায়ে সোনার গয়না।
দ্রুতই তুমি ঘরে আসো
প্রাণটা ভরে ভালোবাসো
আমি তোমায় ভালোবাসি তুমি আমার ময়না।