গাফুর ও রাহিম তুমি--জলিল ও জাব্বার,
এই দুনিয়ার মালিক তুমি, আমি গোনাহগার।
আল্লাহু আল্লাহু বলে তোমায় ডেকে যাই,
নামের গুণে তোমার নামের কূল কিনারা নাই।
আল্লাহ তুমি দয়ার সাগর--রহমতের ভাণ্ডার।।


আকাশ পানে চেয়ে চেয়ে তোমার কথা ভাবি,
সকল সৃষ্টি তোমার হাতে, ভাসে মনে ছবি।
দু'জাহানের বাদশাহ তুমি সবই দেখতে পাও,
খালিক তুমি মালিক তুমি-- ক্ষমা করে দাও।
মালিক, তোমার ক্ষমা ছাড়া কেউ পাবে না পার।।


গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দিকে চেয়ে,
ভাবনা জাগে মরণ আমার কখন আসবে ধেয়ে।
তোমার কথা ভাবতে ভাবতে সময় চলে যায়,
মালিক তোমার দয়া ছাড়া-- কি হবে উপায় ?
আছি আমরা গোনায় ডুবে--তুমি জামিনদার।।