ফুটবলের বিশ্বকাপ উন্মাদনার তটে,
এমন দৃশ্য প্রতিবার বিশ্বকাপে ঘটে।
গোলশূন্য খেলা হলে
সমগোল দু'দল পেলে
বিয়োগান্ত চমক মেলে পেনাল্টির শটে।


প্রিয় দল হেরে গেলে ছন্দপতন হয়,
ঘোর অন্ধকার নামে সারা জগতময়।
এগারজন মাঠে থাকে
কোটি মানুষ স্বপ্ন আঁকে
টিভিমুখী চেয়ে থাকে দেখার জন্য জয়।


হেরে গিয়ে মাঠ ছাড়ে যাদের প্রিয় দল,
ব্লাডপ্রেশার বেড়ে গিয়ে আসে চোখে জল।
সমর্থকরা কেঁদে উঠে
নতশিরে বাড়ি ছুটে
উষ্ণ হৃদয় লুটেপুটে বানায় সমতল।


বল নিয়ে যুদ্ধ চলে গোলের জন্য খেলে,
উন্মাদনা উৎরে উঠে একটা গোল পেলে।
উত্তেজনা টানটান
গ্যালারীতে আসে বান
বান থাকে বিদ্যমান বল পায়ে গেলে।


গোল মুখে বল গেলে যতোই থাক ভয়,
খেলা দেখে অবশেষে সবাই শান্ত হয়।
গলাবাজি যতো চলে
জমে উঠে বলে বলে
খেলা হয় দটি দলে একটি পায় জয়।


ছুটে চলে গ্যালারীতে উন্মদনার আলো,
নিজ দল হেরে গেলে মুখটা করে কালো।
খেলা দেখে যতোজন
খেলা সেরা বিনোদন
শেষ হলে বিভাজন না থাকাটাই ভালো।