মোনা তুমি কেমন আছো কাছে এসে বলো,
আমায় ছেড়ে কেনো তুমি দূরে দূরে চলো ?
ভালোবাসা যতো ছিলো
করোনায় কেড়ে নিলো
মনের কষ্ট ছেড়ে বলো কেনো এমন হলো?


করোনার আগে যেমন কাছে কাছে ছিলে,
এখন তুমি দূরে সরে কেনো ব্যথা দিলে ?
প্রেম যখন এসেছিলো
সম্পর্কটা ছিলো ভালো
ভালোবাসা খেয়ে নিলো করোনায় গিলে।


সেই যে কবে এসেছিলে চরণ ধূলি দিয়ে,
আলতু করে ছুঁয়ে দেখি কাছাকাছি গিয়ে।
রাগ ক্ষোভ ঝাড়া দিলে
নিজ থেকে সরে গেলে
করোনার ভয় দেখালে হাতটা ছেড়ে দিয়ে।


করোনার ভয়টা আর কারো কাছে নাই,
প্রেম ছাড়া নীরবতার ছায়া দেখে যাই।
এই মন নাও জেনে
সেই দিন ফিরে এনে
আনমনে হৃদয় টেনে যেনো কাছে পাই।


মনের যতো তালবাহানা ঝেড়ে ফেলে দাও,
সেধে আসা প্রেমের কাছে তুমি ফিরে চাও।
সাধা প্রেম আধা নয়
তাকে তুমি করো জয়
সাহস রেখে ছাড়ো ভয় ভালোবাসা নাও।