কেন বার বার কড়া নাড়ো আমার দরজায়
কী চাই?ভালবাসা?
সে তো অন্য কোথাও নিয়েছে ঠাঁই|
তবে কেন আসো আমার কাছে
বিনিদ্রিত গভীর অন্ধ রাতে
ফিরে যাও ফিরে যাও
আমার দরজায় খিল দিয়েছি
তুমি অন্য কোথাও দেখো তাই|


কি চাই স্বপ্ন?
সে তো কল্পনার ফ্রেমে বন্দি
তবে কী চাই? শান্তি?
সে তো চিতার ধোঁয়ার সাথে করেছে সন্ধি!
তোমার প্রতারণায় নিশ্ব আমি,
অপেক্ষায় হয়েছি ক্লান্ত,
আছে কিছু ভাঙ্গা শব্দ,আর অমিল ছন্দ,
তাও দিয়েছি কবিতায়,
পেয়েছো উত্তর!আর এসোনা আমার দরজায়|


কী চাই ?ভালবাসা?
দিয়েছিলাম একদিন,রাখনি তুমি যত্নে,
তাই সে ঠাঁই নিয়েছে কবিদের অমূল্য রত্নে|


কেন বার বার কড়া নাড়ো মনের দরজায়?
কী চাই?ভালবাসা?
আমার দরজায় খিল দিয়েছি,
তুমি অন্য কোথাও দেখো তাই||