অন্তরে তুমি,মন মন্দিরে তুমি,
রক্তে রক্তে শীরায় তুমি|
তোমাতেই সুখ,তোমাতেই দুখ,
তোমাতেই সৃষ্টি আমি||


স্বপ্নেও তুমি,কল্পনায় তুমি,
হৃদ-স্পন্দনে তুমি|
তোমাতেই জয়,তোমাতেই ভয়,
তোমাতেই বিলীন আমি||


তুমি হীনা বিশ্বভূবন ঘন অন্ধকার,
তুমি হীনা এ জীবন করে হাহাকার|
তুমি হীনা বসন্তের হয়নি আগমন,
তুমি হীনা এ জীবন বেঁচেও মরণ||


প্রশ্বাসে তুমি,নি:শ্বাসে তুমি,
তোমারই নামে স্পন্দিত হয়
মোর হৃৎপিন্ডের ভূমি|
আমাতেই আজ নেই আমি,
বিরাজ করেছো শুধু  
তুমি তুমি শুধুই তুমি||