খিদে পেয়েছে?
এই নাও- বাম পাজর দিয়ে দিলাম
একটু একটু করে চেটে পুটে খেও
আমাকে খেয়ে আমারই ভেতর বাসা করে নিশ্চিন্তে নেচে ওঠো


কে আর  তোমায় দেবে এমন স্বযতনে বিছায়ে মঞ্চ?
কে বাসে ভালো- আমার মতন করে তোমায় বলো?
কে আর এমন করে দিয়েছে তোমায়-
হৃষ্ট পুষ্ট একটা হৃদয় চেটে পুটে খেতে?


সভ্য পৃথিবীর মানুষ তোমায় দূর দূর করে তাড়িয়ে বেড়ায়
ভয় নেই বাছা-
আমি নষ্ট করে দিয়েছি আমার পৃথিবী-
তোমার নিরাপদ বাসস্থান হবে বলে


দুঃখ, তুমি তো আমার সন্তানের মতন
তুমি বড় হলে আমার সুনাম ছড়িয়ে যাবে
সব নষ্ট পৃথিবীর ঘরে ঘরে
দুঃখ আমার, বড় হও- অনেক বড়
লাল দুঃখ, নীল দুঃখ, ঘিয়া রঙের দুঃখ
সব দুঃখদের খবর দাও-
জোট বেঁধে বড় হও
একটু একটু করে চা চামচে কেটে খাও আমার হৃদয়
আমার হৃদয় খেয়ে বড় হয়ে যুদ্ধ করো-
যেটুকুন সুখ শ্যাওলার মতন পরে আছে তার বিরুদ্ধে



                   দুপুর, ১৫ মে ২০১৮
                     তালুকদার বাড়ি