কিছুদিন যাবত লেখালেখি বন্ধ। কারণ, মা বাবা মামা সবাই বলে মূল্যবান সময় নষ্ট করে কবিতা লিখে কি হবে? লেখাপড়া করে মানুষ হ, ভাল ভাবে  লেখাপড়া করে একটা চাকরী নে, জীবনে সুখি হবি। কবিতা তোরে কি দিবো? তারপর আবার বন্ধুবান্ধব এর ব্যঙ্গ, বেকার ব্যাচেলর ছাত্র। রাজনৈতিক দল চায় মাঠে নেমে দেশ গঠনে কাজ করি।
বেশ! দশের কথায় চলতে শুরু করলাম। কিন্তু আত্মার শান্তি পাচ্ছি না। অনেকদিন কোনো পত্রিকায় মেইল করি নাই একই কারণে। কিন্তু পত্রিকার সম্পাদক ভুলে যান নি আমাকে, পুরোণো লেখাই ছেপে দিয়েছেন। এমনকি "বাংলাদেশ প্রতিদিন"ও আমাকে নতুন আত্মীয় করে নিয়েছে এর মধ্যে। গতকাল যখন দুটো পত্রিকায় আমার লেখা দেখলাম, শান্তি পেলাম, আত্মার শান্তি। কিন্তু এতটা দিন যাঁদের ( গুরুদের) কথায় সাহিত্য ছেড়ে সুখ পাবার আশায় তাদের মত মতো করে কাজ করলাম, তাঁদের কাজগুলো আমাকে শান্তি দিতে পারলো না। সরি আত্মার 'বন্ধু সাহিত্য ' তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ছাড়া শান্তি পাই না কোথাও