বাঙালি হয়ে জন্মেছি তাই গর্ব আমার ঢের
তারও বেশি গর্ব আমার, আমি বাংলাদেশের।
আমার আছে স্বাধীন ভুমি, আরও আছে ভাষা
ভুমি ভাষায় মানিক আছে, না থাক তবু খাসা।


এদেশ আমার প্রথম প্রেম, প্রথম লেখা কবিতা
এদেশ নিয়ে স্বপ্ন হাজার, জানো কি সবিতা?
আমি দেশের জন্য, জীবন বাজি ধরতে পারি
জীবন মরণ আশা, দেশের জন্য মরতে পারি।


কি হলো সবিতা তোমার, মুখটি কেনো কালো
কদিন থেকে দেখছি তোমায়, ওদের সাথে ভালো
তুমিও কি ওদের দলে, নষ্ট স্বপ্ন বুনো
আমি বাংলাদেশের দলে, তবে তুমি শুনো।


যারা বাংলার খেয়ে পরে ধ্বংসো বাংলার মাটি
তারা বাংলার বন্ধু নও ওরে, শত্রুদের ঘাটি।
যারা বাংলায় জন্মে গীত গাও অন্য কোনো দেশের
তারা বের হয়ে যাও বাংলা হতে, মায়া কিসের?