কারোর তো কিছুই ছিল না।


চোখের অভিমান মুছতে রুমাল জোটে নি
ঘাম মুছে নিয়েছিল কাফনে


আকাশ কে ছাদ ডেকে এসে,
তারার পাশে ঘুমিয়ে পড়তো রোজ।
উল্কার পিঠে চড়ে হারিয়ে গেল একদিন।


শুধু পাখির ঠোঁটে নিজের গান জমা রেখে,
পালকের ছদ্মবেশে উড়ে গেছে;
পরিযায়ীর ভুল ঠিকানায়।


তবুও তার প্রিয়জন তাকে ঠিক মনে রেখেছে।
আমাকেও কেউ মনে রাখবে, আমি নিশ্চিত
একজন, অন্তত একজন থাকবে
আমাকে কিছুটা বাঁচিয়ে রাখবে ঠিক।


আমার এটুকুই পরিচিতি
আমি সাধারণ, খুব সাধারণ


কেনো??
--মানুষের কাছে সব প্রশ্নের উত্তর থাকলে
জীবন এতো এবড়ো খেবড়ো হতো না।।