ঘুমের জন্য শীত খুঁজে নেবো ঠিক,
পেটের জন্য আগুন, তেষ্টায় মেঘ, আঘাতে সান্ত্বনা।
তবুও নিজেকে খুঁজতে চাই না কোনোদিন।


   ঝড়ের গায়ে গান লিখে,
উড়িয়ে দেবো কোনো হানাবাড়ির ধুলো।
পাথর খুঁড়ে কেড়ে নেবো পাহাড়ের কষ্ট,
কফিন ভেঙে এনে দেবো ম্যাজিক।
তবুও পেশির গিটে, দায়িত্বের মলাটের নীচে;
দমবন্ধ হয়ে পড়ে থাকা নিজেকে
ছড়িয়ে দেবো না রোদের জাহান্নামে।


   দু দশটা পৃথিবীর ব্যথা কিনে, ঘাম মুছে;
রোজ নতুন মুখ, মানুষ জমিয়ে চোখ মুছে;
নিজের ছায়া মাড়িয়ে অসুখ গেঁথে ফিরে যাব।
তবুও নিজেকে চিনতে চাই না কোনোদিন।


   ঘুড়ি উড়িয়ে, পাখি কিনে ঘরে ফিরে;  
চিৎকার করে রটিয়ে দেবো, 'স্বাধীনতার ডানা আছে'।
তারপর নিজেকে সাজিয়ে নেবো হাঁটবো বলে,
ছুটবো বলে মৃত্যুর দিকে।


   কারোর হাসি চেয়ে নেবো,
শুনে নেবো কারোর ব্যর্থতা।
কারোর দেওয়াল, বিষাদে অপরাজিতা লাগিয়ে দেবো।
তবুও নিজেকে খুঁজতে চাই না কোনোদিন।
যতটুকু লুকিয়ে, অতোটাই বেঁচে আমি।


মানুষ এমনই,
নিজের জন্য বাঁচেনি বহুদিন, কোনোদিন


সমব্যথীর পৃথিবীতে নিজেকে উপেক্ষা করে
মানুষ রোজ ভালোবাসে, ভালো রাখে
আর ভালো থাকে?