সব কিছুই তো ছেড়ে যাওয়ার জন্য;
তবুও মানুষ আঁকড়ে ধরে কেন?
মন ভাঙার আওয়াজে ঘুম ভেঙে যায়, প্রেম ভেঙে যায়, চোখ ভাসে;
তবুও রোজ মন বাঁধার স্বপ্ন কেন? ঘর বাঁধার স্বপ্ন কেন?
যাওয়ার দিনে তো সবার আলাদা পথ, সব পথ সমান্তরাল;
তবুও প্রতি মোড়ের মাথায় সে সঙ্গী খোঁজে কেন? পথ হাঁটে কেন একসাথে?
সব মুঠো তো একদিন খুলে দেওয়ার জন্য;
তবুও কেনো সে হাত বাড়ায়? চোখ মুছে উঠে দাঁড়ায়?
কেনো এই দেনার হাসি, দায়িত্ব, প্রতিশ্রুতি?
কাঁদতে তো হবেই! কাঁদতে তো হতোই!


   মানুষ ভয় পায়,
ওরা সাথে মরতে ভয় পায়
মানুষ একা বাঁচতে ভয় পায়।
তবুও মানুষ কাঁদতে ভয় পায় না বলেই আজও আঁকড়ে ধরে, স্বপ্ন দেখে, পাশে সাথী খোঁজে, সাথে মানুষ খোঁজে।
মানুষ কাঁদতে ভয় পায় না বলেই আজও ভালোবাসে।
মানুষ কাঁদতে ভয় পায় না বলেই আজ ও ভালোবাসে।