শোন, পরের বার দেখা হলে মনে করিয়ে দিস;
অনেক গুলো বিশেষণ কিনছি, তোকে সাজাবো বলে।


পরে আবার যখন ফিসফিস শব্দে নিশুতি অমাবস্যাকে বিরক্ত করবো তখন বলিস;
একটা রূপকথা আঁকবো তোর নীল চোখে।


আবার কোনো সন্ধ্যায় কালো আকাশের নীচে তারাখসার গল্প জুড়লে জানাস;
বিধবা চাঁদের বাঁকা জ্যোৎস্নায় তোর স্পর্শে আফিম চাষ করবো।


আবার কোনো বসন্তে ফুলের সোহাগে মাতলে খবর দিস;
তোর খেয়ালে অনেক জমিদার খুন করবে এ বাঞ্ছারাম।


আপাতত বিদায় প্রিয়….
এভাবেই প্রেমপুরী কত হিরোশিমা আজ
আর মারন বোমা "সময়".........