মায়া বড়ই অদ্ভুত
যার জন্য এই মোহ মনে বাস করে সে হয়তো বুঝে না কিন্তু যার ভিতরে বসবাস করে সে জিন্দা লাশ হয়ে যায়।


আবার এই মায়ই জগৎ সংসারে না থাকলে সে পশু হয়ে যায়,হয়ে যায় হিস্র শকুনের মতো সব ছিড়ে খেতে একটুও বাধে না।


মায়া এক বার করও প্রতি জন্মালে সে আর এ জগৎতের ভাবনায় নিজেকে আগলে রাখতে পারে না।


আবার এই মায়ায় যদি সে না পড়ে পুরো পৃথিবীকে লন্ডভন্ড করে দিতে পারে নিমেসেই।


মায়ায় আটকে গেলে তাকে পেতে হয় পৃথিবীর সব থেকে বিষময় যন্ত্রণা


আবার এই মায়ার জ্বাল ছিরতে পারলে সে হয় পৃথিবীর জন্য যন্ত্রনা।


মায়া ও অমায়ার গোলক ধাদাই যে এ জগৎ সংসারময়...


২৭০৫২১/বরগুনা