আমার গদ্য আমার থাকুক, নাইবা তোমার পদ্যে,
তোমার পদ্য জেগে থাকুক, নষ্ট হৃদয় মধ্যে।
রম্য আমার নাইবা রইল, তোমার কৌতুক হাস্যে,
তোমার কৌতুক জমা থাকুক, ভ্রষ্ট হৃদয় ভাষ্যে।
আমার কথা থামবে না আর, তোমার কমা দাড়িতে,
তোমার দাড়ি কমা থাকুক তোমার দেহে নাড়িতে।
আমি কভু স্বপ্ন হব না, তুমি দুঃস্বপ্নচারিণীর,
আমি কভু নর হব না, নষ্টলোকের রমণীর।