এখনো গাঢ় নিশীথে চন্দ্রব্যথা,
পূর্ণিমার ধসে অনায়াসে,
যে উপহার দিল, তোমার খোলা নরম বুক,
দু’হাত পেতে আছি,পেতে নেবো
প্রনয়ের প্রণাম, প্রলয়ের শেষে,
বুক দাও,ঠোঁট গুজিয়ে নেব ব্যথার সুখ।


হৃদয় আমার কঠিন আঘাতে ভাঙবে না,
প্রনয় খুঁজি, হলুদ প্রলয়ের  ভেতর,
বেদনার চুম্বনে ঘনীভূত পাথরের দেহে,
প্রনয় আসুক, প্রলয় আসুক,
হৃদয় আমার আর কখনো জাগবে না।


আঘাতে আঘাতে তোমার অজ্ঞাতে,
আমি রবো নির্বিকার,চাইবো না কিছুই,
তবুও তুমি চমকে দিয়ো,
মধ্যরাতের অস্পষ্ট দীর্ঘশ্বাসে,
মেনে নেবো, যেমনটি মেনেছি গত একযুগ।