তোমাকে যে নামে ডাকি না কেন,
সেই নামে কবিরা কবিতা লিখেছে অনেক আগে,
শিল্পীদের গানও গাওয়াও শেষ।
শহরে আজ কবিতা উৎসব, সাথে গানের মেলা।
কবিদের আবৃতিতে বার বার তোমার নাম উঠে আসছে।
তোমার নাম আশ্রয় খুঁজে পেল কবিদের মঞ্চে,
প্রনয় দিনের অলস খাতা জুড়ে,
জেব্রাক্রসিঙে, ট্রাফিক সিগন্যালে,
ধীরে রাস্তা পার হওয়া প্রবীণের ভার নেয়া লাঠির মাঝে।
টাইগার পাসের চৌকোণা মোড়ের ভীড়ে,
পাটভাঙা বিছানায় রাত্রি শরীরের আনাচকানাচে।
এই শহরে তোমাকে সবাই নানান নামে ডাকে,
লরি আর বাসের হুইসেল একই নামে ডাকে না,
মাছের ফেরিওয়ালা আর চানাচুর ওয়ালার ডাক ও ভিন্ন।
তোমাকে যে যেই নামে ডাকুক,
আমি তোমাকে তোমার নাম ধরে, নিজের মত করে ডাকব।