নিরুদ্দেশ রাত্রির খোঁজে বিরতিহীন প্রার্থনায়,
সময়ের নির্ঘুম ইতিহাসে দিনেরা মুখ ধোয়।
কে বলেছে আজ  ভোর হবে?
কেউ তো বলেনি,
নিদারুণ ক্ষুধায় অসহ্য কেঁপেছিলে গা,
রাত বারো বাজলেই বারোটা বেজে যায় দিনের,
কাল যারা ছিল আড়ালেই, আজো থাক তারা,
ভোরের আলোয় মুখ ঢাকুক,
ক্রেতাদের ভীড়ে
রাজনীতির অজাচার নিকেতনে।
শোষন, ত্রাসের প্রহারে পিষ্ট আলোর রেশ চোখ দিয়ে  
নিষ্প্রদীপ বাঁধনে থাকুক তারা,
কে বলেছে আজ  ভোর  হবে?
কেউ তো বলেনি,
যদিও কেউ বলে থাকে, দুঃস্বপ্নে বাঁচিয়ে রেখেছে।