১)
জন্মভিক্ষায় হেরেই গেলাম, তাতে কি,
তুমি জিতেছ নিগৃহীত জরায়ুর অধিকার।


২)
পুষ্প স্রোতেও অনন্ত সন্ধ্যা নামে,
আলো আলো জুয়াতে ছায়ারা থামে,
দেখা অদেখা জীবন, দৃষ্টির সীমানায়
নষ্টদুয়ারী ক্রমে আরো কাছে যায়।
কে আঁকে ঘনরাত,আকাশের নামে,
ক্লান্তসঙ্গী, কখনো ডানে,  কখনো বামে।
দেখালে নিরস্ত্র চোখ, আহত তব,
আঘাতের চিরস্বাদে পরাস্ত হব।