পথে প্রান্তরে গণতন্ত্রের রক্ত, পিশাচের উন্মাদনা,
এই দেশ আজ মহাকারাগার, নেই তাঁর কোন সীমানা।
পিশাচের ক্ষমতায়, পিষছে আইন, ন্যায় নীতি আজ ভয়ে,
দেশ-জনতা দিশেহারা আজ, সদা মৃত্যুরে হাতে লয়ে।
শোষকের গর্জনে, মহাহুঙ্কারে, ভীত সুশীলের সমাজদ্বার,
কে আছো, মহান তুমি? গণতন্ত্র, দেশ, করিবে উদ্ধার?
বিপ্লবী, ওগো মহাবীর, দেখ দিকে দিগনে পিশাচে ভরা,
অস্ত্র হাতে লও, উড়াও ঝাণ্ডা, বাচাও আমাদের বসুন্ধরা।
মানুষের মত মানুষ থাকুক, রহিবে না কোন স্বৈরচারী,
বদ্ধ হবে শোষণ শাসনের যতসব কালো আইন জারী।
নারী পুরুষ সবে, মিলে মিশে, ন্যায়ের বসনে শোভি,
জীবন মরণে, বুকে পিঠে অন্তরে থাকুক গণতন্ত্রের ছবি।