আমার ভালোবাসায় কোন ফাঁক ফোকর নেই,
তবুও তুমি ঢুকে যাও অবলীলায়,
আমার জন্য একটু প্রেম যদিও তোমার নেই,
তবুও ভোরের উত্তাল সাগরের ঢেউয়ের মত
কেন ঝাঁপিয়ে পর আমার কবিতায়?


আমার কাব্য প্রেমের হবে, নাকি বিরহের,
সুরের নাকি ছন্দের,বলতে পারো, কোনটা হবে?
যেহেতু তুমি আছো বেলা অবেলার ভূমিকায়,
কিছুটা হলেও বদলাতে পার অনন্ত অভ্যন্তরে
তোমার দেহ জুড়ে, হবেই আমার পতন তবে।


অসময়ে অনায়াসে শুদ্ধ হাতছানি তোমার,
উথলে উঠা রোদের বৃষ্টিতে কিছু বলতে চাও?
কেউ জানবে না কখনো, শুধু আমি ছাড়া,
ছুয়ে দেখবে? ছুঁতে চাও?
না হয় আমিই দিলাম ছুঁয়ে,যদি ছোঁয়া না দাও।