১)
তুমি বলেছ, ভালোবাসা মানে বর্ষার চিরযৌবন,
স্মৃতির অতলে খুঁজে নেওয়া অতীত,
অবিরত পিষে বেড়ানো মান অভিমানের বর্তমান,
স্বপ্ন ভাবনায় স্বপ্ন ডুবিয়ে ভবিষ্যৎ আলিঙ্গন।


আর আমি বুঝেছি,ভালোবাসা মানে
জীবন খোঁজা নিয়ম অনিয়মের গতিতে,
কাঁটালতার বিলাসিতায় সংসারবিভ্রান্ত আপনজন।


২)
আমি তাঁর হতে চেয়েছি শতভাগ,
পূর্ণিমার নিপুণ ইশারায়,
ততটুকুই হলাম, যতটুকু না হলে
বয়ে বেড়াব, না হওয়ার দায়।


প্রত্যন্ত জঙ্গল দিয়েছে বুনো অন্ধকার,
আমার এক একটা দিন যায়,
সমুদ্রের নোনাজল কখনো হয়ে যায় মদ,
এক একটা কষ্ট, আমাকে এক একটা রাত্রি জাগায়।


৩)
বসন্ত ছুঁয়েছে পাতায় পাতায়,
তোমাকে কি নামে ডাকব?
রাত্রির জানালায় বহুদিন পর, ক্লান্ত আমন্ত্রণ,
তাই রাত জেগে থাকব।


৪)
বৃষ্টি আমার গোপন থাকে,
শুকিয়ে যাওয়া কূপে,
কষ্ট আমায় পোড়ায় দেখ,
নষ্ট হওয়া ধূপে।


৫)
পথ ভুলেছে পথিক কে?
সীমাহীন মরুতে,
মানচিত্র কেন লুকাও?
বৃষ্টি ভেজা উরুতে।


৬)
আগুনের আজ বিপুল হাওয়া
জ্বালিয়ে দিল স্মৃতি,
থাকলো বেঁচে তোমার মাথায়
লাল সিঁদুরের সিঁথি।


৭)
সঁপেই দিলাম,নিতে পার পুরোটাই,
শরীর বিনিময়ে হবে ছায়াও বিনিময়,
যদি আরেকটু উষ্ণতা দাও,
হয়েই যাবো শূন্যে ভাসা নাও।


৮)
নীল আঁধারে চন্দ্র বিরহ,
সুপেয় রাত্রি নামে,
উদাসী শাড়ির আঁচলে তখন,
শৈত্যপ্রবাহ থামে।