কোথাও কি রেখেছ? অন্তিম শব্দ
সংগোপনে দরজা জানালাগুলো,
বুক জুড়ে শুয়ে অনাবাদী বন্য ভুমি,
শরীর জুড়ে ছড়িয়ে সুউষ্ণ ধুলো।


তোমার ধারে নীরব নদীর তীর
আমার বুকে বুনো শিকারী অঙ্গন
পৌরষালী গন্ধে ফিরে পাবে প্রাণ,
স্বপ্ন-জাগরণ সুখে বিনিদ্র কঙ্কণ।


তুমি জেনেছ আমার মনের ভিতর,
স্বপন ভেঙে জাগবে বুকের রথ,
পড়শি বাড়ী যখন নীরব নিথর,
চমকে দিও ছুঁয়ে দেওয়ার পথ।