পাহাড়ের মূল খুঁজেছি,
আকাশের খুঁজেছি প্রসারিত নীল ছাদ,
ছোট্ট দুটো চোখে যতদূর দৃষ্টি দিই,
আমাকে কে যেন জল দেয় কয়েক ফোঁটা।
মুখোশের উপর গড়িয়ে পড়া,
ভেজা ভেজা চোখের জল,
আমি তার ঠিকানা গন্তব্য জানি না,
আমি কেবলি জানি পাহারের ক্ষয়, আকাশের ওজোন ক্ষয়।
একদিন এই পাহাড় বেয়ে নামবে না কোন নদী,
আকাশ থেকে নামবে না কোন ঈশ্বরের জল,
সবুজের দূরবিক্ষে কান্না মেখে রৌদ্রময় একা হব।
আমি চাই
প্রান্তর থেকে প্রান্তর জুড়ে বৃষ্টি হোক,
আক্রান্ত পাহাড়ের গা বেয়ে নামুক মাতাল নদী,
যেটুকু রাত্রি এসেছে, সেইটুকু থাক,
আমি চাই, সকাল হোক,
সবুজের আয়োজনে একটি হলেও জীবন বেঁচে যাক।