ফিরে এলাম,
না ফিরলেও তোমার কিছু যায় আসে না,
আমার যায় আসে, তাই ফিরে এলাম।
হয়ত একটু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতে না,
তবে,তোমার জন্য নিজেকে নিখোঁজ করতে পারিনি।


জীবনের খুচরো কেনা বেচায়,
আমাকে কতটুকুই প্রয়োজন ছিল তোমার?
যেটুকু ছাড়া হয়না জল,মাটি,ধুলো,রোদ,
যেটুকু হলে ফুলের আভরণে হবে ক্ষয়,
যেটুকু কষ্ট দিয়ে তোমার চাওয়া পাওয়া পুষ্ট হয়।


না ফেরার আমন্ত্রণ তুমি সাদরে করো গ্রহন,
সযতনে উল্লাসে বাজাও বিচ্ছেদের সুর,
আমার ফেরা যেমন বর্ণহীন, না ফেরাটা আরও রঙ্গিন,
আমি না হয়, তোমার নাইবা হলাম,
তবুও আমি,
উল্টো পথে তোমার ছায়া খুঁজে পেলাম।