তাদেরও আছে, অবিকল মানুষের মতো চোখ,কান, নাক
তারা শূন্যে খুঁজে বেড়ায় বিশ্বাসের প্রচ্ছন্ন কপাল,
তারা ভালোবাসা দেখে না, মানবতা বুঝে না,
তাদের ঈশ্বর নামের যে নদী, সেখানে কোনো পাপবোধ নেই,
এক একটা পালক খসায়, খিলখিলিয়ে হাসে।


স্বপ্নের ভিতরে জমাটবদ্ধ হয়ে আছে কালচে রক্ত,
দিনের স্বপ্ন, রাতের স্বপ্নের কোন ব্যবধান জানা নেই,
খুব জানতে ইচ্ছে হয়,
এই বিকলাঙ্গ প্রাণী গুলো কি কখনো মানুষ চিনবে না?