Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
2 hrs  ·


আরে আরে দে না অনল ঐ যে বাবুর ঘর, ধর!
ধর রে বারুদ আর দে আগুন, জ্বালতে সে ঘর দালানবাটি
দশের সেবায় কর।
সেই আগুনে বস্তি বাড়ি তপ্ত রবে শীতে, নৃত্য গীতে
হ্যা রে কানাই বাজাই সানাই
গরমা গরম রীতে।
সে ভাপ তাহার তাপের বাহার ধ্বংস আজি করি
তাদের মহল ধূলায় মিশায়; সাম্যতার ওই সঠিক দিশায়
আজ ওরে এই মাতাল নেশায়
বই রে প্রভাত ফেরী।
যায় যাবে যাক, যাক না প্রাণ, শক্তি মোদের শৌর্য সান
দাপিয়ে দামাল করতে কামাল, আজ ওরে মন; মন বেসামাল
ধ্বজা সে দল ধ্বংস করি, গাইবো সে গান প্রভাতফেরী
মানবতার গান।
গাইবে পাখি মধুর স্বরে, শান্তি রে প্রাণ আসবে ঘরে।
আয় ওরে আয় কর প্রণিধাণ, আজ নেব প্রাণ কু-কলতান
কু-বাস যাহা বইছে দেশে, আয় রে ওরে সেনার বেশে
আয় রে ওরে ধ্বংস আজি, গাইতে সে গান
মধুর তান।
আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো, চলো
চলকে বেড়াই আগুন ধরাই
পুষ্প তার ঐ দলে, সদলবলে।
যে ফুল তাহার সুবাস বাহার বিষের ভাপেই বয়, কয়;
সে ফুল দলে চলকে দ'লে
ধ্বংস আজি করি।
আর সোহাগে মধুর বিতান গাইবো আজি শান্তি স্লোগান
জয় বাংলা উচ্চ স্বরে, আজকে দুয়ার ঊষার ভোরে
বাংলা সোনার গড়ি।