Sanjay Karmakar
Founding Members · AullggSnduuttahnShecslt np9o nansoorut 7r:26e PMdn ·
"আয় রে হেথা"
.
ভাঙছে হৃদয় আজ দরিয়ায় এই কি সে দেশ; স্বাধীনতা
ভ্রষ্টাচারের শিকড় গলে লতায় পাতায় জড়িয়ে তথা।
কাঁদছে জায়া ভগ্নী মাতে
দিন দাহারে আব্রু লোটে,
আয় রে সুভাষ আয় রে ক্ষুদি; মাস্টারদা, পুনঃ আয় রে হেথা।


"আঁধারেই ভরা সুখ"


মানুষেতে কি না পারে জগতের দরবারে-অভীষ্ট সাধন;
ছল কল হিংসাতে, উত্থানে প্রতি প্রাতে সবে রয়
যুযুধান।
স্মিত হাসি কলেবরে যাহা চাই তাহি হরে চালিয়াতি,
কি বা ধন কি বা মান নাহি ভাবি পরিণাম;
বজ্জাতি।
বরাহের নন্দনে ভালোবাসা মন দানে ত্রিপিটক
কার্য সে অবসানে ধরা পড়া দেহ দানে
কানি বক।
কালি তার তন্তুতে নাহি ভেদ জন্তুতে ধরাধরি
হিংসা ও বিদ্বেষে আজি হরা দেশে দেশে; রণ চলে
ভার তারি।
এসো দেব নন্দন কেন করো ক্রন্দন কালিতেই দেই ডুব,
ধন মান কি বা নাই যাহা চাই তাহা পাই আঁধারেই
ভরা সুখ!