Active
Sanjay Karmakar


  · JuofotSScpoluny s1u2 aifst 1norldeS:t47Sin PdeMr  ·
"ধন"


বিবেক রহিত ঋদ্ধ আজি মানব তাহার মন
হিংসা ও দ্বেষ, কাম আর রতি; তার ওই আরাধন।
প্রবল সে নাদ দীপ্তি তার ঐ দূর সীমানা ধায়
লিপ্ত কালি কর্দমেতে আজ যে সমাজ হায়!
যুদ্ধ চলে রোজ ওই আজি, মূর্ত তাহার পণ
বিষয় আশয় আজ যে দানব নিত্য করে রণ।
বোধের বালাই কবেই গেছে ওপার সে দেশ চলে,
খোল নলচে নাদ সে বাজে কাসর ঢাক আর ঢোলে।
ওরে খোকন যাস নি ওপার! শঙ্কা জাগে মন,
আয় রে তরুণ আয় রে অরুণ জাগাই সে বোধ ধন।