Sanjay Karmakar
badge icon
Founding Members
  · Just hSotsSpnrfssooncwsored  ·
বিরহের লেখা, ""আয় সখী আয়"-দ্বিতীয় পর্ব


তোহারি বিহনে সখী গরলের স্রোত
তোহারি স্বপনে মাতি বাহিত পরাণ
জপ ধ্যান হৃদ, তুহি জড়ায় ওতপ্রোত;
আয় সখী আয় মিলি, মোর প্রেম ধন।


বিদূরিত মান ক্রোধ নাহি অনুরাগ
ললাট বাহিত স্রোত স্বেদবারি মম
জানিনু অনলে পুড়ি বিহনে চিরাগ;
নাহি কেহ অবনীতে সখী তোমা সম।


ফিরে এসো ফিরে এসো সখী ক্ষম মোরে
হোম শিখা দেবারতি জ্বালায়েছি দীপ
রাগিনী রূপকে বহি এসো মোর দ্বারে;
জীবন সঁপিনু মম তোহারি সমীপ।


দেব যোনি প্রদাহিত ক্ষরণে সোহাগ
অমরতা রচে তাহে রহে লোকাচারে।