“ফ্যাকাসে”


আশা নিরাশা ভরা জীবন
কখনো রঙিন কখনো ফ্যাকাসে।
তবে ওস্তাদের মার শেষ রাতে;
সেই নির্জন নীরালায়
কেউ ঘাটে কেউ
মৃত্তিকায়।


আছে তবু নাই


আছে তবু নাই, কেনে কানাই শুধাই তোরে বল!
সাজায়ে ডালি ফুলের মালায় করিস কেনেই ছল।
তোর দানেতে ধন্য ধরা সুবাস জ্বালে দীপ
তার তলেতে আঁধার কেনেই বন্দী
অন্তরীপ!
শহর নগর আলয় ভুবন গড়তে সুখের ক্ষণ
পল পলেতে ব্যথার ধ্বনি গরিব হীন্য প্রাণ!
বিভেধ বিধায় গড়লি ধরা উচ্চ নিচের গান
কেনেই দিলি গরল সে বায় বিষাদ
আভরন।
তোর জপেতে লিপ্ত ধরা কানাই রে তুই শোন
আকাশ হতে নেমেই ধরায় সাম্য তারে বোন।
মাটির মূরত তোর কায়েতে, তাই; দেই না ফুলের মালা
ভরাই না তাই মন্ত্র স্ত্রোতে; হৃদয়
বরণ ডালা।