কাশ বনে কাশ শুভ্র ধবল; শরতের আগমন
আগমনী সুর আকাশ মাতায়, ধন্য যে হয়
মন।
দাবদাহে প্রাণ ওষ্ঠাগত; গ্রীষ্মের অবসান
গাইছে চাতক ফিঙের সে দল; মুক্তির ধরা
গান।
শিউলি সকাল বেলির সুবাস মাধবী লতার দলে
ছন্দ ছড়ায় চৌ দিশাতে, কনক বরণ
দোলে।
খোকা খুকি আজ, সাজের বাহার; দুর্গা মায়ের গান
মূরত গড়িতে শিল্পীরা সব, ব্যস্ত তুলির
টান।
লাবন্যের ঐ শুভ্র বাদল আকাশ মাতায় রঙে
সোনা রোদ আজ জীবন জুরায়, তার ঐ অমোঘ
দানে।
আসছে মাতা অসুর বধে; রণ সাজে সজ্জিত
ভয় হীন প্রাণ মানব সকল, মন্ত্র চারণে
রত।
মহালয়া;  সে পল আজি; শঙ্কা রহিত সবে
আসছে মাতা বছর পরে, অশান্তির এই
ভবে।