দিকে দিকে বীণ ধ্বংসের গান নিম্ন পরাণ গতি
ব্যথার সাগর হলাহলে ভরা ভালো নাই
পশুপতি।
ক্রন্দন রোল ভরিছে আকাশ; কেঁদে কেঁদে ওঠে প্রাণ
ক্ষরো বায় বয় ঘূর্ণিত রূপ; আজি, নীল নাহি
আসমান।
রিক্ত মেদিনী সিক্ত লোহিত; রুধিবারে নাহি কেহ
ছিঁড়িয়াছে পাল বহিতে সে হাল তেজসো নাহিকো
দেহ।
দুর্গম পথ পাড়ি দিতে রথ সারথি্র নাই দেখা
অশনিত বাজ করিতেছে রাজ ছড়ায়ে করাল
পাখা।
ভ্রষ্ট দিশাতে ছুটিছে মানব; মান নাই হুশ তার
তীক্ষ্ণ সে শর করিতেছে বাঢ় প্রতিঘাতে নাই
কেহ।
কে আছো দিশারী আগুনেতে প্রাণ সঁপিবারে আপনারে
হাঁকিতেছে আজ রিক্ত পৃথিবী বাহির এসো গো
দ্বারে।