আজি এ প্রভাতে গগন মধুরেন-পুঞ্জিত মেঘরাশি গগন সমীপে-
              মৃদু হিল্লোলে সমীরণ বহে প্রাণে-
                       আনন্দে উছলি-


        আজি এ প্রভাতে কুঞ্জবিতানে-গুঞ্জনে ভ্রমর অলি-
            আজি এ প্রভাতে কাকলিত মুখরেন-
                      শিহরণ প্রাণে তুলি।


আজি এ প্রভাতে গগন মধুরেন-পুঞ্জিত মেঘরাশি গগন সমীপে-
              মৃদু হিল্লোলে সমীরণ বহে প্রাণে-
                       আনন্দে উছলি।


      প্রাণোধারা অশনিত গরজো ভৈরব বাদলো সমীরণ-
              আজিকে গরজে ফেনিল উছলি-
                       বাদলো গুঞ্জন।


           সুললিত প্রাণধারা-সুখ সমাহিত চিন্তনে-
              আজি এ প্রভাতে-প্রানঝড়া গীতি-
                      বাদলো বরসনে।


     মুদিত নয়নে ভানুকর দেশে-প্রশান্ত আলকো বিচ্ছুরণ-
                মাধুরিমা গীতি-রিনঝিন রিনঝিন-
                   সুখ সমাহিত তপোবন।


     আজি এ প্রভাতে-চমকিত গগনেতে আনন্দ প্রীতি গীত-
                  রূপ রস রং-কায় মন প্রাণ-
                    ঘনায়িত প্রেম সঙ্গীত।


আজি এ প্রভাতে গগন মধুরেন-পুঞ্জিত মেঘরাশি গগন সমীপে-
              মৃদু হিল্লোলে সমীরণ বহে প্রাণে-
                       আনন্দে উছলি-