Sanjay Karmakar
cAeuuglamtuSstcnfhphdd u2onls4 oraetg 8:00t dcihAhM  ·
"আজব পণ"


হুড়মুড়িয়ে ভাঙলো বাঁধ
               জলের তোড়ে সর্বনাশ
জল ঢুকেছে ঘরে;
             ছাগল গরু, মুরগি ও হাঁস
ভাসলো জলের তোড়ে।


উঠলো তুফান উথাল পাথাল
                 ভাঙলো গাছের ডাল
টিনের চালা উড়লো আকাশ
       বিজলি বারুদ তার ঐ প্রকাশ
              সবাই বেসামাল।


হৈ হৈ হৈ রব উঠেছে
            গাঁ এর সবার ঘুম ছুটেছে
এক বুক হয় জল;
             কংসাবতীর ওই পাড়েতে
ছুটছে সবাই প্রাণটি হাতে
             উচ্চ যেথায় ঢাল।


খাবার দাবার নাই ঠিকানা
             নাই পানি নাই-একটি দানা
সবাই বিহ্বল;
             দিন যায় দিন দুদিন যেতে
দু-এক দানা পড়লো পেটে
             ত্রাণ আর ত্রিপল-জল।


বন্যা হলে গ্রামটি ভাসে
              আকাশ পথে নেতাও আসে
দেয় তো আশ্বাসন;
               বানের টাকা ত্রাণের টাকা
ত্রিপল দিয়ে হয় যে ঢাকা
           আজব তাদের পণ!