"অজয়ের পাড়ে"


অজয়ের তীর ঘেষে বাঁক তার কিনারেতে
সাঁজ কালে ডোবা রবি; উঠে তারা প্রেমে মেতে।
ক্ষেত তারি সোনা ধানে কাশ বনে দোল খায়
সোহাগেতে ভরি ডালি সোনালী সে
ডুবে যায়।
সেই দিন হই চই রঙ তারি চড়ে লাল
হাতে নাতে ধরা খেয়ে পুড়ে তার হায় ভাল।
হাতে দড়ি খর খড়ি বেত দিয়ে চলে খুব
নিশি হামা দেয় গাঁয়ে চর্চাতে
দিয়ে ডুব।
হারিকেনে তেল ঢেলে সালিশেতে দিল রায়
একি ঘোর কলি কাল দিকে দিকে অন্যায়।
সাজা হলো বেলা গেল মসজিদে আজানেতে
আল্লাহু রবে সবে বসে গেল
নামাজেতে।
শেষমেশ রায় হলো আজি হবে সাদি বিহা
মুচলেকা দিল আলি নাকখত দশ দিয়া।
সাজো সাজো রবে খোকা, খুকি সবে বিহা খায়
কুলু কুলু অজয়ের ধারা পানি
বেশ বয়।