“বাজ”


ঘোর সে কলি ছল চাতুরি দৈন্য দশা দশ দিকেতে,
সইতে নারি বইতে নারি, কাব্যগাথায়
রূপ দিতে।


আর সে দিন আসছে সুদিন আর ভাষণে শুনতে কানে,
মাঠ ময়দান আর প্রাঙ্গন, প্রচ্ছদেতে
রবির গানে।


তাই কী শুধুই অশ্রু ঝরে আকাশ বাতাস রবে,
দ্বেষ বিদ্বেষ ছল ছলনায়, অশ্রু
ঝরায় ভবে।


তাই কী মাতা অঙ্গ ঝলক রঙ্গ রূপের সাজ,
আজ কলিতে ঘোর অমাতে
চতুর হানায় বাজ।


আর না মা'রে সইতে নারি নারীর মর্মব্যথা,
দে না মা'রে কুঠার আমায়
লিখতে রক্ত
গাথা।