“শপথ”


উদার আকাশ স্নিগ্ধ কোমল লাস্যময়ী মাতা
তোর আশীষেই ধন্য যে প্রাণ জীবন
কতকথা।
তোর দুয়ারে পা রেখে মা হৃদয় জুড়াইনু
তোর বাঁশরি চন্দ্র শশী গগন চুমে
ভানু।
তরু লতা শ্যামলীমা বৃক্ষ মহীরুহ
আর নেই মা আর ধরাতে তোর ওই মতো
কেহ।
মুষ্টিতে প্রাণ তোর তরে মা সালাম বরকতে
প্রাণ দিল মা ভাষার তরে ভক্তি তোর ওই
মেতে।
আর মুজিবের বজ্র তুফান উঠ্লো জেগে জাত
ধরলো রে মা ভূজ বাহুতে-ধরলো রে মা
হাত।
রক্ত নদী তুফান বেয়ে প্রাণ দিল মা হেসে
এই ধরাতে নেই উপমা-আর তো কোনো
দেশে।
গর্বেতে শির উচ্চে ধরি বাঙলা আমার মাতে
শপথ করি উচ্চ শিরে স্বাধীনতার
প্রাতে।


“স্বাধীনতা”(ট্রায়োলেট কাব্যগাথা)


মুজিবর রহমান জাতিরই সম্মান, লৌহের গড়া তিনি
তারি সুরে বেঁধে প্রাণ একতার গাথা সুরে স্বাধীনতা রিনি ঝিনি।
দীপ্তি সে স্বরে তার গর্জন জনতার একতার রব ধ্বনি
মুজিবর রহমান জাতিরই সম্মান, লৌহের গড়া তিনি।
তিমিরেতে ছিল মাতা দানবতা ছিল রবে শৃঙ্খলে প্রাণ
ছুটে চলে জাতি সবে জাতেরই গৌরবে দিতে প্রাণ অম্লান।
মুজিবর রহমান জাতিরই সম্মান, লৌহের গড়া তিনি
তারি সুরে বেঁধে প্রাণ একতার গাথা সুরে স্বাধীনতা রিনি ঝিনি।