"নারায়ণী"


ঊলুধ্বনি রব ওঠে ঊষা কাল প্রাতে
শঙ্খ আদি সদাচারে ব্রতচারী মাতে।
অধিবাস উপবাসী উমা মাতা ঘরে
আলপনা দিয়ে বাঁধে সুখী সংসারে।
কোজাগরী মাতে পূজে ধূপ ধুনা ঘটে
আম্র বিল্ব পত্র পুষ্পে দিব্য আবহেতে।
নারায়ণী সনাতনী মাতে দয়াময়ী
মাতে ওহে মান ধন সুখ প্রদায়িনী।


নাহি মাতে চাহি ধন না চাহি গৌরব
দীন জনে দেহ দয়া-প্রশান্তি সৌরভ।
দয়াময়ী বহ মাতে শ্রী হীনা অশ্রুতে
সাম্যতা বল্টনে সবে মাতে সুখ দিতে।
কোজাগরী আলো ভরা কায় ধরণীতে
জাগে রাতি প্রভাময় ধন মান হিতে।