"হায় হায়!"


প্রভাতের আলো মেখে বই খাতা খোল খুকি
খেলা টেলা পরে হবে আগে করো লেখালেখি।
ইংরাজি ভাল করে বার বার জোরে পড়
ইতিহাস ভূগোলটা ঝটপট সেরে ফেল।
অঙ্কের খাতাটা-দেখি তুমি কত পেলে
দু'টো জিরো!হায় হায়! ব্যথা তুমি মনে দিলে ।


এইভাবে হবে না-দেখে নেব টিউটর
প্রাইভেটে টাকা গুনে এই বুঝি ভিউ তার!
দুটো জিরো! দুই খান দেব খুকি মাস্টার
ডোজ টা ভাল দেবে অঙ্কেতে বুস্টার।


খেলাধূলা সব বাদ সারাদিন লেখাপড়া
হরলিক্স বনভিটা আর বাটি স্যুপ ভরা।
ও বাড়ির বাবাইটা পেল গোটা একশত
বুঝে নাও মনে মোর লাগে খুকি ব্যথা কত!


রাতে ঘুম একটাতে ভোর ভোরে উঠে যাবে
অঙ্কের মাস্টার ঠিক ছ'টা তাকে পাবে।
আটটায় যেতে হবে স্কুলেতে গাড়ি করে
বড় হলে বুঝে যাবে-কী দেখ কী হা করে।
বাড়ি ফিরে এলে পরে ভূগোলটা দিদিমুনি
মন দিয়ে পড়া কোরো ওরে মোর সোনামুনি।
সন্ধ্যাতে আসবে সাইন্স-এর টিউটর
মন দিয়ে পড়ে নেবে হতে হবে ডাক্তার।


মাস তিনেক পরঃ


খুকুমনি এ'কী হলো-ওরে মোর সোনা
থেকে থেকে ফিট হয় বকে কথা নানা।
হায় হায় ডাক্তার কত টাকা লাগে নিন
সোনা মোর আদরের-মাথা ঠিক করে দিন।