“তুর্কি নাচন”


১ম পর্ব


ধর্ম আজি মর্ম মরা গুরুদেবের ঢং ভঙেতে
পয়সা লোটার ধান্দা করে অং বং আর ভং চঙ্গেতে।
সামনে গজল ধর্ম কলি
পিছমোড়াতে রদ্দি কালি,
চাবুক মেরে ছাল তুলে দি-শক্তি দে রে জয় মাকালী।


হল্লা বোলে ঝাপ দি রে ওদের ওই যম দুয়ারে
মন্দির কী মসজিদ কী ছাড়বো নারে গুরদুয়ারে।
গুড় দিয়ে খই মাখব চিটা
চাবুক খেয়ে ছাড়বে ভিটা,
ব্যাবসা বাবার ছাড়ায় দিব বাড়ায় জুতা বাদ বাকিটা।


২য় পর্ব


ছাড়িয়ে নেব ছাল, ও দাদা, ছাড়িয়ে নেব ছাল
ও দাদা, তোমার আমার ব্যাটন দিয়ে করবো ওদের লাল।
চামড়া খুলে শু বানাবো
ওই ব্যাটা আর তার ছানাগো,
মুগুর দিয়ে থেতো করে, রসুন পিঁয়াজ আদার ফোরণ বানায় দিব ডাল।


ও দাদা বানায় দিব ডাল-ডালকুকুরের চ্যালা প্যালা সঙ্গী সাথীর হাল
বৃন্দাবনে পাঠায় দিব আজ না হলে কাল, ও দাদা চাবকে বানায় লাল।
চলুন দাদা চাবুক ধরি
আর না ওদের পায়ে পরি,
উচ্চ শিরে ওদের নীড়ে, তুর্কি নাচন নাচ নাচিয়ে করতে ফাল ফাল।