“মণিহার”


দুহিতা সে জাহ্নবী অজয়েতে মাতোয়ারা
নদী কূল কিনারাতে বসবাস করে
যারা।
সার দিয়ে নারিকেল গাছগুলি আকাশেতে
ঝিরি জলে বক সারি মাছ খেতে ওঠে
মেতে।
বাঁধা ঘাট ভাঙা পার রাঙা পায়ে বধু সবে
কলোরোলে কচি কাঁচা খেলা করে
কলরবে।
বৌঠান ঝুপ ঝুপ বাড়ি মারে বসনেতে
বসে নিয়ে পারে ওই জামা ধোয়
সাবানেতে।
কাশ বনে গুঞ্জনে মধুকর ভ্রমরেতে
নীলাচলে আলো খেলা ছায়া ধূপ
সুরজেতে।
মাতাময়ী কলা ভেলা পূজা পাঠ অন্তে
দিয়ে যায় অজয়েতে সুখ নীরে
বানতে।
হিল্লোলে বহে নদী আঁকাবাঁকা গতি তার
দুই গ্রামে দুই পারে জাহ্নবী
মণিহার।
নমঃ মাতে জাহ্নবী হাত ধরি করি জোড়
যুগে যুগে কালে কালে দিও মাতে তব
ক্রোড়।