"বিরহের গীত"


মন কাটে কী করে, মন কাটে কী করে!
হাজার দুখের পাহাড় গড়ে-তোর মহিমায়
ওরে। ওরে, মন কাটে কী করে।
লায়লা ছিল মন প্রেমেতে মজনুতে প্রাণ ধরে
তোর বিহনে মন কাটেনা-রইব কেমন
করে। ওরে, রইব কেমন করে।
ওরে, মন কাটে কী করে।
সূর্যিমামা গেছেন পাটে গহীন কালোর দেশ,
হায় রে সখী হারিয়ে তোরে-পাগল আমার
বেশ।
বেশ ভালোরই দেশের শেষে কান্না রাশি রাশি,
বুঝলি না সই হৃদয় আমার-তোরেই
ভালোবাসি। ওরে, তোরেই ভালোবাসি।
মুক্তোরাজি পান্না হীরে তোর কাননেই খুজি
তোরই ছবি হৃদয় মাঝে-তোরেই রে সই
পূঁজি।
ব্যথায় ব্যথায় হৃদয় আমার করাল ছায়ে ভূম,
পুড়ছে রে মন মুরছে গেছে-পত্র পুষ্প
দ্রুম।
মন কাটেনা বিষন্নতা সজল ঘন আঁখি,
নাই সজনী নাই রে ভাল-আলয়
মনোপাখি।
লায়লা ছিল মন প্রেমেতে মজনুতে প্রাণ ধরে,
তোর বিহনে মন কাটেনা-রইব কেমন
করে। ওরে, ওরে, রইব কেমন করে।
ওরে, মন কাটে কী করে।