“হলাহল”


উপাদান বহমান বহিছে ধরায়
কুড়িয়ে নিতেই কলি হাতটি বাড়ায়,
অবনীতে ধাবিতেছে শত শত ধায়
চলো তুলি কবিয়াল চলহে ত্বরায়।
রস কলি ধন মান বিরহ রোদন
যশ কায় মতিহার ভ্রমরো গুঞ্জন,
ভ্রমি চলো শতধায় চলি আরোধায়
পণ আজি লহ প্রাণে দেবতি নন্দন।


ঘন তমা কেন পথ ঘোর অমানিশা
রুধিত পথের দ্বার লহু ঝরা দিশা।
অশনির ঝলকেতে বজ্রের হুঙ্কার
মানবতা দানবিক জঠরেতে পেষা।
বায়ু আজি হলাহল নাই প্রেম হৃদে
শত ধায় বসুমাতা আজি প্রাণ কাঁদে।