“নাগিন”


ছেলে আমার ইঞ্জিনিয়ার মস্ত বড় লোক,
দুহাত ভরা ধন তাহারি-নোট আছে
থোক থোক।
বউমা আমার রূপের আধার হীরের কণাখানি,
রাত দিনেতে বকতো আমায়
গঞ্জনা তার বাণী।
ছেলে আমার মুখচোরা খুব বৌমুনীতে ভয়,
আশ্রমেতে খরচ দেবে-আমায় যেতে
কয়।
সাধের গৃহ স্মৃতি অনেক আঁকড়ে ধরি প্রাণ,
নারাজ হলাম,"না রে বাপু",-নিস নে
আমার জান।
লাঞ্ছনা ও গঞ্জনা তার বউমা দিল বাড়িয়ে,
দম সে নেবে পণ করে নেয়
আমায় দিয়ে তাড়িয়ে।
আর না পারি খোকায় ধরি আশ্রমেতে চল রে বাপ,
শান্তি বুঝি ওই খানেতেই-নেই তো সেথায়
নাগিন সাপ।
এখন আমি আশ্রমেতেই দু-চোখ ঝরাই জলে,
নয়ন আমার পথ চেয়ে রয়
যাই যেতে চাই চলে।
নাত বৌমা আনিস বাছা দেখে শুনে বুঝেই তারে,
নইলে তোদের স্থান হবে বাপ
আশ্রমেরই আমার
ঘরে।