“ভুলি নি”
(লেখাটি আসরের কোনও এক কবির লেখায় ব্যথিত হয়ে লেখা)


তারা একই বৃন্তে দুইটি কলি অস্ত্র অহিংসা,
একটি দলে রক্ত ঝরে-বর্জে অপর
হিংসা।
একটি দলে ভিক্ষা না চায় অপর দুহাত পাতে,
মাছ মাংস বিরানী দূর-থাকতে শুধা
ভাতে।
একটি দলে রাষ্ট্র গড়ে হুহুঙ্কারে গর্জনেতে,
অপর সে দল দু গাল পাতে
মার খেতে ভাই তর্জনেতে।
ব্যোম ক্ষুদিরাম চমকে দিল শানায় আক্রমন,
বাদল বিনয় দিনেশ হানায়-শত্রু
বিসর্জন।
আর নেতাজী রাষ্ট্র গড়ে ঝান্ডা স্বাধীন তুলে,
সেই কথা কী সাহেব তুমি-মুন্ডু খেলে
গিলে!
আর গুরুজি ডান্ডি খেলে বিষর্যনে বিদেশীতে,
হর হর বোলে কাঁপিয়ে ভারত
খেলতে চলে স্বদেশীতে।
দুই দলেরই যাতাকলে সাঁড়াশিরই আক্রমণে,
হায় ইংরেজ পিছ হটে যায়-দিন কে দিন
ক্রমে ক্রমে।
আজ গুরুজীর জন্মদিনে শ্রদ্ধাতে প্রাণ আজ ভুলিনে,
জয় মাতা দি-ভাবতে ভারত-জনক বাপু
তোমার বিনে।