(লেখাটি ,"কবি কবি ভাব ছন্দের অভাবঃ ১৬" ড সুজিতকুমার বিশ্বাস এর আলোচনা বিভাগে লেখার উত্তরে তার কমেন্ট বক্সে লেখা একান্ত অনুরোধ সহকারে কবিতাটি বিশ্লেষণের")


"হলাহল"


হার না মানা শক্ত হৃদয় ময়ূরপুচ্ছ পিছে
ঝম ঝমা ঝম চলছে গাড়ি কোমর ধরে
কষে।
দিচ্ছে দোলা বাদুরঝোলা বাদর গুলান সবে
কল কোলাহল আর হলাহল দারুন
কলোরবে।
এপাশ ওপাশ হিলছে গাড়ি ধপাস হতে নাই
মনের সুখে চুটিয়ে ঘাস খাচ্ছে বুনো
গাই।
হুতুম প্যাচার রূপটি ভারি কুচকুচে রাত কালো
চর চরিয়ে চলছে গাড়ি জ্বালতে জ্ঞানের
আলো।
জয় মা কালি তোমায় বলি বধ করো মা ত্রিশুলেতে
মাসুল দেব আর দিব মা দুটি ছাগল গলা
কেটে।