“বর”


রাসুল তুই মান্য গুণী
গুণের তোর শেষ নাই,
তোর'ই  দয়া আমার ভূষণ-
প্রাণ মনে তোর
গীত গাই।


রাসুল আমি ক্ষুদ্র অতি
যাই কেমনে মদিনা,
বিত্ত আমার নাই রে কিছু
ধার বাকি আর
দেদার দেনা।


তাও দে'না রে দয়া আমায়
রাসুল তোরে ভালোবাসি,
মক্কা কি'বা আর মদিনা
তুই-ই আমার
গয়া কাশি।


তোর দয়াতে জীবন ধরি
ধন্য মোর ওই ঘর,
রাসুল আমায় দে না কৃপা
চাই যে তোর
ওই বর।