কবিতাটি আমি যখন প্রাইমারি ক্লাসে পড়ি তখনকার লেখা। সেই বয়সের কয়েকটি লেখা যত্ন করে এখনও রাখা আছে। খুব সম্ভবত এটাই আমার প্রথম সংরক্ষিত লেখা যদিও তখন ও অনেক লেখাই লিখতাম। সে হিসাবে এ লেখাটি কেই আমি আমার জীবনের প্রথম লেখা বলেই মনে করি। পর পর কয়েক দিন সে বয়সের লেখা গুলি প্রকাশ দিয়ে আসরে চিরতরের জন্য সংরক্ষিত করতে চাই।


"মাগো"


আকাশ ফুঁরে বৃষ্টি কেন হয়
মাগো আমার করছে ভীষণ ভয়;
ঘন কালো হ'ল কেন আকাশ খানা
সূর্যিমামা দিনেই হলো কালো।


জানি আমি বলবে তুমি হেসে
সোনা আমার ভয় পেয়েছিস কি'সে!
প্রখর তাপে বাস্প হয়ে জল-
বাতাস বেয়ে পেল গগন তল,
ধূলার সাথে মিশে রঙটি হ'ল কালো
মেঘে মেঘে ঘষে বিজলী দিল আলো।


বলছি আমি জানো তুমি মা'গো
রাক্ষস এক ঘন কালো হ্যা'গো!
আকাশ জুরে দাপিয়ে ঘুরে ফিরে,
নিঃশ্বাসে তার ঝড়টি হয়-
ঘন কালো চুলটি তার আকাশজুরে ওড়ে।


জানি আমি বলবে বোকা ছেলে
সাহসী হও ভয়টি পিছে ফেলে;
করতে হবে দেশের দশের কাজ
ধরতে হবে বীরপুরুষের সাজ।


আমি বলবো আজকে আমি মা'গো
শুনবো নাকো তোমার কোন কথা,
খাইয়ে দেবে আজকে নিজের হাতে,
গুনগুনিয়ে ঘুম পারাবে-
রাখব আমি তোমার কোলে মাথা।